Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৩:৩২

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। গত ১৩ জানুয়ারি সানাউল হককে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নিয়োগের বিষয়টি সানাউল হক নিজেই সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৩ জানুয়ারি আমাকে নিয়োগ দিয়ে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশ আমি গতকাল হাতে পেয়েছি। গতকাল থেকেই আমি নতুন পদে যোগ দিয়ে অফিস শুরু করেছি।’

বিজ্ঞাপন

২০২০ সালের ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা যাওয়ার পর সানাউল হককে এ পদে নিয়োগ দেওয়া হলো। ২০১১ সালের ১২ জানুয়ারি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হয়। এরপর মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সঙ্গে সঙ্গে তদন্ত সংস্থাও গঠন করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

মানবতাবিরোধী অপরাধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর