Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে বর্জ্য পরিষ্কার করলো ট্যুরিস্ট পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৫:৫১

বরিশাল: কুয়াকাটা সমুদ্র সৈকতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও বর্জ্য পরিষ্কার করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় জিরোপয়েন্ট থেকে ডানে-বামে এক কিলোমিটার পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার করেন তারা।

এসময় শতাধিক পর্যটনকর্মী এ কাজে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করেন। এছাড়াও ময়লা ফেলার জন্য ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থানে শতাধিক ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

পর্যটক আনিসুর রহমান জানান, সত্যিই এখন অসাধারণ লাগছে এই সৈকতটি। সবসময় এমন রাখতে পারলে পর্যটকরা মুগ্ধ হতো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, সৈকতটি যেন পর্যটকদের কাছে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ মনে হয় সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে মাসে বা সপ্তাহে একদিন নয়, প্রতিদিনই সৈকত পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখব।

সারাবাংলা/এসএসএ

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বর্জ্য পরিষ্কার সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর