বরিশালে করোনা ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি সম্পন্ন
২০ জানুয়ারি ২০২১ ১৩:৫৩
বরিশাল: জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৬ লাখ করোনা ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে সিভিল সার্জন অফিসে গিয়ে দেখা গেছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সেজন্য ইউনিসেফের দেওয়া ডব্লিউআইসি (ওয়াক ইন কুলার) এবং আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা) রাখা হয়েছে। এতে করে যথারীতি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভ্যাকসিন তারা সংরক্ষণ করতে পারবেন।
সিভিল সার্জন জানান, জেলায় প্রথম পর্যায়ে ৫০ হাজার ভ্যাকসিনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীদের তালিকা সংগ্রহের জন্য ফরম উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠানো হয়েছে। যা আগামী দুই ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসকের দফতরে পাঠানোর নির্দেশনা রয়েছে।
সারাবাংলা/এসএসএ