Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই অনুমোদন পাবে ‘আমার গ্রাম আমার শহর’: তাজুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৬:১৯

ঢাকা: শহরের মতো গ্রামের মানুষ যাতে সবধরনের সুযোগ-সুবিধা হাতের নাগালে পায় সে উদ্দেশ্যে সরকারের উদ্যোগ ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পটি শিগগিরই অনুমোদন পেয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ১৫টি গ্রামকে পাইলট হিসেবে নিয়ে কাজ শুরু হবে। এরইমধ্যে একটি টেকনিক্যাল প্রোজেক্ট দাঁড় করিয়েছি।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপক্ষে ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এই অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা ইতোমধ্যে বেশকয়েকটি সভা করে একটি টেকনিক্যাল প্রোজেক্ট করেছি এবং সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি অল্প সময়ের মধ্যে প্রকল্পটি অনুমোদন হয়ে যাবে। এরপর আমরা ১৫টি গ্রামে পাইলট প্রোজেক্ট করব।’

তিনি বলেন, ‘আজকের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো- কাজের ধরনের সঙ্গে মিল আছে এমন কয়েকটি মন্ত্রণালয়কে মিলিয়ে কযয়েকটি সাব কমিটি করা হয়েছে। ক্লাস্টার করা হয়েছে। এই কমিটিগুলো ঘন ঘন মিটিং করবে, করণীয় ঠিক করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘গ্রামগুলোতে বিদ্যুৎ যাবে, সুপেয় পানির ব্যবস্থা থাকবে, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হবে, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও লাভজনক হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যাংকিং সিস্টেম সম্প্রসারণ হবে। এছাড়া বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নসহ উন্নত জীবনযাত্রার সবকিছুই সেখানে করা হবে। এই প্রকল্পটি দীর্ঘ সময় ধরে চলবে।’

বিজ্ঞাপন

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবসহ উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

আমার গ্রাম আমার শহর তাজুল ইসলাম শিগগিরই অনুমোদন স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর