Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নকে ব্রত হিসেবে নিয়েছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৬:২২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নকে ব্রত হিসেবে নিয়েছি।’ বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলা বানাতে চেয়েছিলেন। আমরাও সেটাকে আমাদের ব্রত বানিয়েছি। কোন তালিকায় আমাদের কী অবস্থান, তার চাইতে আমাদের কাছে মূখ্য হলো আমার দেশের মানুষের মুখের হাসি। আমরা পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর স্বপ্নের গর্বিত বাঙালি হিসেবে মাথা উঁচু করে থাকতে চাই।’

বিজ্ঞাপন

তিনি জানান, ব্রিটিশ গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিআইবিআর) গত ২৫ ডিসেম্বর ওয়ার্ল্ড ইকোনোমিক লীগ টেবিল-২০২১-এ যে অর্থনৈতিক সূচক প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ২০২০ সালে ৪১তম, ২০২৫ সালে ৩৪তম, ২০৩০ সালে ২৮তম এবং ২০৩৫ সালে ২৫তম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভিূত হবে।

বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশকে ডিজিটালাইজড এবং মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে রূপকল্প-২০২১, দেশকে উন্নত দেশের কাতারে সামিলের লক্ষ্যে রূপকল্প-২০৪১ এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্প্রতিকালে ডেল্টা প্লান-২১০০ ঘোষণা করা হয়েছে।’

বিরোধী দল জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসী অধ্যুষিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ জানিয়ে করোনাকালে চাকরিচ্যুত প্রবাসীদের সার্বিক কল্যাণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে যোগাযোগসহ পত্র পাঠানো হয়। সেখানে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। সেগুলোর মধ্যে আছে- চাকরিচ্যুত প্রবাসী কর্মীদের ন্যূনতম খাদ্য ও স্বাস্থ্য-সেবা নিশ্চিতকরণ, চাকরিচ্যূত কর্মীদের যাবতীয় দেনা-পাওনা পরিশোধের ব্যবস্থাসহ ছয় মাসের বেতন-ভাতা প্রদান করে দেশে ফেরত পাঠানো এবং প্রবাসী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান এবং ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ওই সব দেশগুলো কোভিড-১৯ রিকভারি অ্যান্ড রেসপন্ড ফান্ড গঠনের সুপারিশ।’

বিজ্ঞাপন

তিনি জানান, করোনা মহামারি শুরু হওয়ার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের মধ্যে যারা পুনরায় সেসব দেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদের পুনরায় সেসব দেশে বা অন্য দেশে প্রেরণ ও পুনর্বাসনের পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর