Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ঈদগাঁও থানার যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৭:২৩

ঢাকা: জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় কক্সবাজারে চালু হয়েছে আরও একটি নতুন থানা। নতুন থানাটি হলো ‘ঈদগাঁও থানা’।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে কক্সবাজার সদরে আনুষ্ঠানিকভাবে ঈদগাঁও থানা উদ্বোধন করেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানা ইতোপূর্বে ঈদগাঁও তদন্ত কেন্দ্র ছিল। তদন্ত কেন্দ্রটি থানায় উন্নীত হওয়ার জন্য এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজ এ তদন্ত কেন্দ্রের পূর্ণাঙ্গ থানা হিসেবে কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে এলাকার পাঁচটি ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

উল্লেখ্য, ঈদগাঁও থানা নিয়ে কক্সবাজার জেলা পুলিশের থানার সংখ্যা দাঁড়ালো ৯টি।

 

সারাবাংলা/ইউজে/এসএসএ

ঈদগাঁও থানা কক্সবাজার যাত্রা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর