Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পি কে হালদার কাণ্ড: ব্যাংক কর্মকর্তাদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে গত ২০০৮ থেকে ২০২০ সালে দায়িত্ব পালনকারীদের নাম, পদবি, ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই তথ্য জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের বিষয়ে জারি করা রুল শুনানিতে এ আদেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ।

২০০৮ থেকে ২০২০ পর্যন্ত সময়ে অর্থপাচার রোধে এসব কর্মকর্তাদের ব্যর্থতা আছে কিনা তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন খান মোহাম্মদ শামীম আজিজ।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘২০০৮ থেকে ২০২০ পর্যন্ত সময়ে অর্থপাচার রোধে এসব কর্মকর্তাদের ব্যর্থতা আছে কিনা এবং অর্থপাচারের বিয়টি তাদের নজরে এসেছিল কিনা; এ ছাড়া এসব তথ্য তাদের নজরে এসে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিনা তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলেছেন হাইকোর্ট।’

১৮ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

অর্থপাচার টপ নিউজ পি কে হালদার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর