টঙ্গীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগ নেতার গাড়ি ভাংচুর
২৩ জানুয়ারি ২০২১ ২২:২০
টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এরশাদনগর বড়বাজার এলাকার মজিদা স্কুল মাঠে মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক পিঠা উৎসব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় পিঠা উৎসব শেষে নেতাকর্মীরা গাড়ি নিয়ে বের হলে একদল সন্ত্রাসী বেশকয়েকটি ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ নেতাদের গাড়ির গতিরোধ করে। এর পর তারা হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি গাড়িতে ভাংচুর চালায়। তবে এ ঘটনায় কোন আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
আওয়ামীলীগ নেতা কাজী কামরুল বলেন, ‘পিঠা উৎসব শেষে আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন আমাদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা আমার গাড়ি ভাংচুর করে।’
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অনুষ্ঠানের বিষয়ে আমাদের অবগত করা হয়নি। আমাদের জানালে আমরা পুলিশ প্রটেকশন দিতাম। তখন এ ধরনের ঘটনা নাও ঘটতে পারতো। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
সারাবাংলা/পিটিএম