Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কফেরত নব্য জেএমবির সদস্য ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৮:৩৮

ঢাকা: রাজধানীতে মিনহাজ হোসেন (৩৮) নামে গ্রেফতার নব্য জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) এক সদস্যের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর-রহমান এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা দারুল সালাম থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। এই জঙ্গি তুরস্কের সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরীর আল শামের (এইচটিএস) সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। সিরিয়া যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তুরস্ক থেকে ২০২০ সালের ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরে এসেছিল।

রাজধানীতে তুরস্কফেরত নব্য জেএমবির সদস্য গ্রেফতার

জানা যায়, গ্রেফতার মিনহাজ বাংলাদেশের নাগরিক। তবে সে বাংলাদেশে জন্মগ্রহণ করার পর কিশোর বয়সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পাকিস্তান চলে যায়। সে সেখানেই বড় হয়। পরবর্তী সময়ে পাকিস্তান থেকে সে ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে চলে যায়। এছাড়াও সে বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ব্রুনাই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করে এবং ২০১৭ সালে বাংলাদেশে ফিরে আসে।

এ ঘটনায় গ্রেফতার মিনহাজের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়।

সারাবাংলা/এআই/এমও

জঙ্গি টপ নিউজ তুরস্কফেরত নব্য জেএমবি রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর