Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দারিদ্র্যের হার প্রমাণ করে করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৯:৩৮

ফাইল ছবি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘সার্বিক দারিদ্র্যের হার এখন ৪২ শতাংশ। এতে প্রমাণ হয় করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপ বলছে—করোনার প্রভাবে দেশের সার্বিক দারিদ্র্যের হার (আপার প্রভার্টি রেট) বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। বিবিএসের খানা জরিপ অনুসারে যা ২০১৬ সালে গ্রামাঞ্চলে ছিল ২৬ দশমিক ৪ শতাংশ, ২০১৮ সালে ২৪ দশমিক ৫ শতাংশ। শহরাঞ্চলে ২০১৬ সালে ১৮ দশমিক ৯ শতাংশ ২০১৮তে ১৬ দশমিক ৩ শতাংশ ছিল। কিন্তু করোনার প্রভাবে গ্রামাঞ্চলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৩ এবং শহর অঞ্চলে ৩৫ দশমিক ৩ শতাংশ।’

তিনি বলেন, ‘মানুষ এই সময়ে খাদ্যবহির্ভূত ব্যয় কমিয়ে, সঞ্চয় ভেঙে, ঋণ নিয়ে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে কোনোমতে জীবন ধারণ করেছে। ৭ দশমিক ৫২ শতাংশ পরিবার খাপ খাওয়ানোর কোনো পথই খুঁজে পায়নি। রাষ্ট্রকে বছরের পর বছর কর দেয় বিপদের মুহূর্তে রাষ্ট্রকে পাশে পাওয়ার আশায়। কিন্তু করোনার মহাবিপদের সময় সরকারের ব্যর্থতার কারণে মানুষ তাদের ৫০ বছরের স্বাধীন রাষ্ট্রকে পাশে পায়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।’

ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্রকে জনকল্যাণমুখী করতে ইসলামই একমাত্র কার্যকর পন্থা হিসেবে মানুষের কাছে আজ প্রমাণ হয়েছে। স্বাধীনতার ৫০তম বছরে এসে রাষ্ট্রনীতি পছন্দে মানুষের মতামতের গুরুত্ব অবশ্যই দিতে হবে। সেজন্য ভোটাধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, তথ্য উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম ও মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর