Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১ ১১:৪৩

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার উপসর্গ খুবই হালকা এবং দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী তিনি। খবর আলজাজিরা।

রোববার (২৪ জানুয়ারি) এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর।

তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে উপসর্গগুলো খুবই হালকা। ইতোমধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছি। বরাবরের মতো আমি আশাবাদী। আমারা আবারও একসঙ্গে মিলিত হতে পারবো।’

করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ নানা কারণে সমালোচনার শিকার হয়েছেন ৬৭ বছর বয়সী লোপেজ ওব্রাডোর। তিনি মহামারির শুরু থেকেই দীর্ঘ সময় জুড়ে দেশটিতে লকডাউন জারি করেন। একইসঙ্গে সভা-সমাবেশ জালিয়ে যাওয়া এবং নিজ সমর্থদের সঙ্গে হ্যান্ডশেক ও আলিঙ্গন করেন তিনি। এছাড়াও তাকে খুব কমই মাস্ক পরতে দেখা গেছে।

প্রসঙ্গত, করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে মেক্সিকো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৩ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৩ লাখ ২০ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

সারাবাংলা/এনএস

করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর মেক্সিকো

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর