Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগের এ আদেশ নজিরবিহীন : মওদুদ


১৯ মার্চ ২০১৮ ১০:৪১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থগিতাদেশের সময় বাড়িয়ে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা এমনটি প্রত্যাশা করিনি, ভাবিওনি। এটি অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ আদালত গ্রহণ করবেন, এ ঘটনা নজিরবিহীন। আমরা আইনি লড়াই ও রাজপথে লড়াই চালিয়ে যাব।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামী ৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আদালত।

আদেশের পর দুদকের আইনজীবী খোরশেদ আলম খান জানান, ৭ মের মধ্যেই মামলাটি সারসংক্ষেপ আদালতে জমা দেবেন তারা। এর পর ৮ মে এই পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ মামলার শুনানি হবে।

সারাবাংলা/এজেড/একে

আরও পড়ুন

খালেদার জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর