ভ্যাকসিন রফতানি: অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধ, কঠোর হচ্ছে ইইউ
২৬ জানুয়ারি ২০২১ ১৭:২৪
যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে ভ্যাকসিন রফতানির ব্যাপারে কঠোর হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বিবিসি।
এদিকে, ২৭ সদস্য দেশের জন্য যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করার কথা, অ্যাস্ট্রাজেনেকা সেখানে কাটছাঁট করছে – এমন খবরে দ্বি পাক্ষিক সম্পর্ক শীতলতা বিরাজ করছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
এ ব্যাপারে ইইউ’র স্বাস্থ্য কমিশনার স্টেলা কেরিয়াকিডিস জানিয়েছেন, নিজের নাগরিকদের সুরক্ষার প্রয়োজনে সর্বোচ্চ পদক্ষেপ নেবে ইইউ।
Discussions with @AstraZeneca today resulted in dissatisfaction with the lack of clarity and insufficient explanations. EU Member States are united: vaccine developers have societal and contractual responsibilities they need to uphold.
— Stella Kyriakides (@SKyriakidesEU) January 25, 2021
এর আগের সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থার কারণে পরিকল্পনা অনুসারে ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি।
সরবরাহে কী পরিমাণ ঘাটতি তৈরি হবে তা নিয়ে নাম প্রকাশে অনিচ্চ্ছুক একজন অ্যাস্ট্রাজেনেকা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন – চলতি বছরের প্রথম প্রান্তিকে ইইউ’কে আট কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা থাকলেও, প্রতিষ্ঠানটি তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।
অন্যদিকে, সদস্য রাষ্ট্রগুলোর হয়ে ভ্যাকসিনের ক্রয়াদেশ দিয়েছিল ইইউ। সম্প্রতি ভ্যাকসিন বিতরণে ধীর গতির কারণে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।
অপরদিকে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এখন পর্যন্ত ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) অনুমোদন পায়নি, কিন্তু চলতি মাসের শেষ দিকেই এটি সবুজ সংকেত পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এক টুইটার বার্তায় কেরিয়াকিডিস জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যে আলাপ হয়েছে, সেখানে ব্যাখ্যার ঘাটতি এবং স্বচ্ছতার অভাব রয়েছে, তা অসন্তুষ্টি সৃষ্টি করেছে। ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ। উৎপাদনকারীদের যে সামাজিক ও চুক্তিবিষয়ক দায়বদ্ধতা রয়েছে – তা রক্ষা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৭ জানুয়ারি) অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে পরবর্তী বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা দেওয়ার অনুরোধ করেছে ইইউ।
এই স্বাস্থ্য কমিশনার সতর্ক করে বলেন, ভবিষ্যতে, ভ্যাকসিন উৎপাদকারী সকল প্রতিষ্ঠানকে কখন তারা অন্যান্য দেশগুলোর কাছে ভ্যাকসিন রফতানি করতে চায় তা আগে থেকেই জানিয়ে রাখতে হবে।
কিন্তু, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অ্যাস্ট্রাজেনেকা কোনো বক্তব্য দেয়নি।
সারাবাংলা/একেএম
অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভ্যাকসিন