Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা খুব মর্মাহত : খালেদা জিয়ার আইনজীবী


১৯ মার্চ ২০১৮ ১৩:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশকে নজিরবিহীন উল্লেখ করেছেন জয়নুল আবেদীন।

তিনি বলেন, ‘এটা একটা অনভিপ্রেত আদেশ। দেশের সর্বোচ্চ আদালত আজকে যে আদেশটি দিলেন, এতে আমরা খুব মর্মাহত হয়েছি।’

আপিল বিভাগের আদেশের পর সোমবার আইনজীবী ভবনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা নজিরবিহীন বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে, অতীতে এ ধরনের আদেশ সর্বোচ্চ আদালত দেননি।

তিনি বলেন, ‘আপনরা লক্ষ্য করেছেন, নিম্ন আদালতগুলো এ সরকার গ্রাস করে ফেলেছে। উচ্চ আদালতকেও মনে হচ্ছে আস্তে আস্তে গ্রাস করার চেষ্টা করছে।’

‘আদালতকে এ জন্য আমি বলেছি, মাননীয় আদালত দেশের মানুষ আপনাদের কাছে বিচার পাওয়ার আশা নিয়ে আসে কিন্তু তারা আশাহত হলে এই বিচারপ্রার্থী মানুষের আস্থা থাকবে না।’

আদালত থেকে বের হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সর্বোচ্চ আদালতে মাননীয় অ্যাটর্নি জেনারেল বারবার মেরিটে চলে যাচ্ছেন। আমরা বলেছি, অতীতের নজির বলে যে, জামিন আবেদনের শুনানি কখনো মেরিটে যায় না। আদালত আমাদের কথাও শুনলেন এবার, আগেরবারও আমাদেরকে শোনেননি, কিন্তু আজকে যে আদেশ দিলেন। আদেশে বললেন যে, উনারা সবাই মিলে এ আদেশটি দিয়েছেন। প্রথমে ২২ মে মামলাটি শুনানির জন্য দিন নির্ধারণ করলেন। পরে ৮ মে তারিখে নির্ধারণ করলেন।’

তিনি বলেন, ‘আমরা বুঝতেই পারলাম না, কি আদেশ দিলেন। এরপরই চলে গেলেন অন্য আইটেমে। পরবর্তীতে মাননীয় আদালতকে বললাম যে, মাননীয় আদালত হায়েস্ট কোর্ট অব দি কান্ট্রি, লোকজন আসে আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য, বিচারপ্রার্থী মানুষরা জানতে চান, কি আদেশ দিলেন? কোন পরিপ্রেক্ষিতে লিভ গ্রহণ করলেন? সেটা তো কেউ জানল না। আমি বারের পক্ষে এটা জানার অধিকার আছে, বারের মেম্বারদেরকে জানাবার অধিকার আছে।’

তখন আদালত বললেন, ‘লিভের গ্রাউন্ড কী? কিন্তু আদালত সুনির্দিষ্টভাবে কিছু বললেন না, আমি তখন বললাম আমরা তো মেরিটে কোনো আরগুমেন্ট এখানে করি নাই। তার কোনো সদুত্তর মাননীয় আদালত আমাদেরকে দেননি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি এটা নজিরবিহীন আদেশ হয়েছে। অতীতে ৫ বছরের সাজায় যে আপনারা যে জামিন দিলেন সেগুলোর এখন কী হবে? তার কোনো উত্তর আদালত দেননি।’

তিনি বলেন, ‘আমি বলেছি, এটি হায়েস্ট কোর্ট অব দি কান্ট্রি, এখানে জাস্টিস পাওয়ার উচিৎ ছিল। আদালত যখন কিছু বলছিলেন না তখন আমি বললাম যে, মাননীয় আদালত আপনারা যে আদেশ দেন সে আদেশ তো আমাদের মানতে হবে।’

তিনি বলেন, ‘দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা মর্মাহত, আমরা ব্যথিত।’

সারাবাংলা/এজেডকে/টিএম/একে

আরও পড়ুন

আপিল বিভাগের এ আদেশ নজিরবিহীন : মওদুদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর