Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফর ইকবালের ওপর হামলা, ৭ দিনের রিমান্ডে ফয়জুরের সহযোগী


১৯ মার্চ ২০১৮ ১৩:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেটে প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের বন্ধু সোহাগকে ৭ দিনের রিমান্ডে নিয়ে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায়।

আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর মামলার তদন্ত কর্মকর্তা ফয়জুরকে তার জিম্মায় নিয়েছেন।

রোববার (১৮ মার্চ) রাতে সোহাগকে নগরীর মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ। পরে পুলিশ জাফর ইকবালের উপর হামলা মামলায় আসামি দেখায়।

গত রোববার জাফর ইকবালের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয় ফয়জুর।  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার এ জবানবন্দি রেকর্ড করেন।

এ মামলায় ফয়জুরের বাবা হাফিজ আতিকুর রহমান ও মা আমেনা বেগমও আদালতে জবানবন্দি দেন। এছাড়া ফয়জুরের বড় ভাই এনামুল হাসান এখনো আটদিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

এর আগে, ৩ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় ক্যাম্পাসের পাশ্ববর্তী শেখপাড়া গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান।

আহত জাফর ইকবালকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা। চিকিৎসা শেষে ১৪ দিন পর নিজ ক্যাম্পাসে ফিরেছেন তিনি।

সারাবাংলা/টিএম/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর