Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটই হয়নি, প্রত্যাখানের কী আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ১৯:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ‘কোনো ভোট হয়নি’ বলে মনে করছে বিএনপি। এজন্য নির্বাচন প্রত্যাখানেরও কোনো প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ভোটগ্রহণ শেষের পর বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে। যেটা নির্বাচনই হয় নাই সেটা প্রত্যাখানের কি আছে। চট্টগ্রামে কোনো নির্বাচন হয়নি তা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন তাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে। অবৈধ সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বিএনপির নির্বাচন করার একমাত্র উদ্দেশ্য ছিল-আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের কমিটমেন্ট গণতন্ত্রের প্রতি। এজন্য সব জেনেশুনে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।’

নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীতে ‘সন্ত্রাসীদের মিলনমেলা’ তৈরি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘চট্টগ্রামের উত্তর-দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসেছে। খোলামেলাভাবে তারা অস্ত্রের মহড়া দিয়েছে। নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে ছিল বহিরাগতদের আনাগোনা। তারা চট্টগ্রাম সিটির নির্বাচনে পাঁচশ’র বেশি কেন্দ্র দখল করেছে। কেন্দ্র দখলের পাশাপাশি আমাদের দলীয় কর্মী, এজেন্টদের মারধর করেছে এবং বের করে দিয়েছে। সিটি নির্বাচনকে ঘিরে কমপক্ষে বিশটি মামলায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করেছে।’

আমীর খসরুর দাবি- নিার্বচনে সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলর প্রার্থী, এজেন্ট, বিএনপির নেতাকর্মী মিলিয়ে ২০০ জনের মতো আহত হয়েছে।

বর্তমান সরকার-প্রশাসন ইভিএম পদ্ধতির ভোটকেও বিতর্কিত করেছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে ইভিএমে মক ভোটিং করেছে। এবার তারা রাতে ইভিএমে ভোটও চুরি করেছে। কিছু মেশিনে ধানের শীষের প্রতীকও ছিল না। কিছুতে ধানের শীষে ভোট দিলে আম প্রতীকে ভোট যাচ্ছে। তারা ইভিএমকে পুরোপুরি ব্যবহার করেছে ভোট চুরিতে। যারা ভোট চুরি-ডাকাতি করেছে তাদের পদত্যাগ করতে হবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচনই হয় না। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত সরকার হতে হবে।’

নির্বাচনের ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী জয়ী হলে মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার মুখে ফুল চন্দন পড়ুক।’

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ও দলটির চট্টগ্রাম নগর কমিটির আহবায়ক শাহাদাত হোসেন বলেন, ‘এবারের নির্বাচন আওয়ামী লীগের সাথে হয়নি, হয়েছে প্রশাসনের সাথে, রাষ্ট্রযন্ত্রের সাথে। নির্বাচনে বিএনপির এজেন্ট, জনগণ সম্পূর্ণ অসহায় ছিল। রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছিলাম। তাকে ব্যবস্থা নিতেও বলেছি। বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনের, ভোট ডাকাতির কালচারে পরিণত করেছে।’

সারাবাংলা/আরডি/এমআই

টপ নিউজ নির্বাচন ভোট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর