রূপগঞ্জে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ জানুয়ারি ২০২১ ২২:১৪
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নিজস্ব অর্থায়নে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চর চনপাড়া এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এ সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তার, চরচনপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিম উদ্দন বেপারীসহ আরও অনেকে।
সারাবাংলা/একেএম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিশুদ্ধ পানি সরবরাহ রূপগঞ্জ