বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ
২৯ জানুয়ারি ২০২১ ২০:৪৭
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় এসব শীতবস্ত্র দেওয়া হয়।
আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিল জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম, চনপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম নান্নু, আশার আলো ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পাভেল মাহামুদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও