বঙ্গোপসাগর থেকে ২৮ ভারতীয় জেলে গ্রেফতার
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৩:৪১
৩০ জানুয়ারি ২০২১ ১৩:৪১
মোংলা: সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ২৮ ভারতীয় জেলেকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ জেলেদের ব্যবহৃত এফ বি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দফতর) তাদেরকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় তাদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয়। গ্রেফতার জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বলে জানা গেছে।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখা জানায়, সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। সাগরে টহলরত কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। থানায় হস্তান্তর করার পর তাদের নামে মামলা দায়ের করা হয়।পরে পুলিশ তাদেরকে আদালতে পাঠায়।
সারাবাংলা/এসএসএ