আদাবরে বাসা থেকে নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
৩০ জানুয়ারি ২০২১ ১৬:৫২
ঢাকা: রাজধানীর আদাবরেরর একটি বাসা থেকে বন্দনা রাণী (২৪) নামের এক নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১টার দিকে আদাবর রিংরোড জাহাজ বিল্ডিংয়ের ২য় তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে।
আদাবর থানার উপ পরিদর্শক (এসআই) শংকর বালা বিষয়টি বলেন, ‘দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বাসার দ্বিতীয়তলা থেকে উড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করি।’
বন্দনা রাণী শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি আদাবরের রিং রোডের বাসায় থাকতেন। কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানা গেছে, মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
বন্দনার গ্রামের বাড়ি যশোর জেলার বাগাড়পাড়া উপজেলায়। তার বাবার নাম আনন্দ পাল। বন্দনার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/একে