জাপা নেতা আনোয়ার হোসেন হত্যার ঘটনায় ক্ষুব্ধ জি এম কাদের
৩০ জানুয়ারি ২০২১ ১৮:১৫
ঢাকা: জাপা নেতা ও ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আনোয়ার জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য এবং লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এক মাস আগে অপহরণের পর জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ অপহরণ ও হত্যা রহস্য উদঘাটন করে প্রকৃত দোষিদের আইনের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, ‘অপহরণ ও হত্যা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ এসময় তিনি প্রয়াত নেতা আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।’ পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
মো. আনোয়ার হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সারাবাংলা/এএইচএইচ/এমও