Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে: ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ২১:১৩

ঢাকা: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৬৩টি পৌরসভার নির্বাচন একেবারেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

তৃতীয় ধাপের ভোট প্রসঙ্গে মো. আলমগীর বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দেশের ৬৩টি পৌরসভায় নির্বাচনে মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে। সেই হিসেবে বলা যায় এটা নগন্য।

ইসি সচিব বলেন, জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসার গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সোমেলো বেগম নামে এক নারীসহ দুই জনের কব্জি ও দুই জনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা হতে পারে গুঁজব। ভোটের হার কেমন হতে পারে এই প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। বরাবরের মতো বলা যায় ভোটের হার ৬০ থেকে ৭০ শতাংশ হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমআই

ইসি টপ নিউজ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর