Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাল পাপড়ি মেলে প্রকৃতি রাঙাচ্ছে শিমুল [ছবি]


৩১ জানুয়ারি ২০২১ ১২:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫:৩৪

বসন্তের ভাষা বোঝাতে আগাগোড়াই অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে শিমুল। সেই শিমুল যখন গাছে গাছে ফুটে থাকে তখন আর বলার অপেক্ষা রাখে না বসন্ত আসছে ধরায়। পঞ্জিকার হিসেবে আরও ১২-১৩ দিন বাকি বসন্তের। কিন্তু এখনই গাছে গাছে শোভাপাচ্ছে দৃষ্টিনন্দন এই ফুল।

রৌদ্রদীপ্ত দিনে শিমুলের লাল রঙের ফাঁক গলি চোখ যখন পৌঁছায় অসীম নীলে তখন যে কোনো সৌন্দর্যপ্রেমী মানুষই মনের কোণে খুঁজে পান পরম তৃপ্তি।

কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা স্টাফ ফটো করেসপন্ডেন্ট  সুমিত আহমেদ

 

 

 

 

 

 

টপ নিউজ শিমুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর