Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভায় বিএনপির প্রার্থী জহিরুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৮:৫০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৮:৫১

ঢাকা: ব্রাহ্মণ বাড়িয়া সদর পোৗরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক পেয়েছেন স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়ক জহিরুল হক।

রোববার (৩১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রত্যয়নপত্র গ্রহণ করেন জহিরুল হক। সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রেসউইং সদস্য শয়রুল কবির খান।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ৩০টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। পাশাপাশি তিনটি উপজেলা পরিষদ এবং একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। মনোনীত এসব প্রার্থীকে রোববার (৩১ জানুয়ারি) দলীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেড/এমআই

নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর