Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের সূচক বেড়েছে: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২২

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা মহামারিতে পৃথিবীর অধিকাংশ দেশ অর্থনৈতিক মন্দায় পড়েছে। এর আগে বিশ্ব এত বড় অর্থনৈতিক মন্দা কখনো দেখেনি। তবে এর মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও পুঁজিবাজারের সূচক বেড়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের বড় অর্জন কৃষির বহুমুখীকরণ ও খাদ্যে স্বয়সম্পূর্ণতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। ২০২৩ সালে আমরা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘মহামারির আগেই আমরা অর্থনীতির এক অনন্য উচ্চতায় উঠে এসেছি। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মসেতু নির্মাণ করছি। পায়রা, মাতারবাড়ি সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল নির্মাণ হচ্ছে। শিক্ষার্থীরা যথা সময়ে বই পাচ্ছে। যাদের ঘর নেই, তাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের জিডিপি ৩৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনীতির দেশ হবে। আর ২০৪১ সালে হবে ২০তম অর্থনীতির দেশ। করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৬৪ ডলার। এছাড়া প্রবাসী আয় ২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর রিজার্ভ সাতগুণ বেড়ে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে অবস্থান করছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুঁজিবাজার বেড়েছে সূচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর