Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে অভ্যুত্থান, জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৮

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতি আটকে দিয়েছে চীন। খবর বিবিসি।

মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চীনের বিরোধীতার কারণে ওই যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

এই যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থনের দরকার ছিল। কারণ, নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে চীনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে এই সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছিল দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরনার।

তিনি বলেছিলেন, এটা পরিস্কার সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির দল দেশব্যাপী ব্যাপক ভোটে বিজয় অর্জন করে।

প্রসঙ্গত, গত সোমবার মিয়ানমারের রাজনৈতি নেতা অং সান সু চি এবং কয়েকশো আইনপ্রনেতাকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। পরে সামরিক নেতারা একটি সর্বোচ্চ কাউন্সিল গঠন করেছেন, যা মন্ত্রী পরিষদের উপরে অবস্থান করবে।

এদিকে সামরিক অভ্যুত্থানের পর দেশটির বৃহত্তর শহর ইয়াঙ্গুনে প্রতিরোধ ও নাগরিকদের আইন লঙ্ঘন করার প্রবণতা দেখা গেছে।

সারাবাংলা/এনএস

চীনের ভেটো জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল নিন্দা প্রস্তাব মিয়ানমার সামরিক অভ্যুত্থান


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর