১০ বছর ধরে পালিয়ে থাকা জেএমবি’র দুই সদস্য গ্রেফতার
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৪
ঢাকা: ১০ বছর ধরে পালিয়ে থাকা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এরা হলেন- আব্দুল করিম আনোয়ার (৪৯) এবং নুর ইসলাম ওরফে নুরনবী লিটন (৩৫)। তাদের দু’জনের বাড়িই লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাশ এলাকায়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল ৩ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে চট্টগ্রামের কোতয়ালী থানা মোড় এলাকা থেকে পালিয়ে থাকা জঙ্গি সংগঠন জেএমবির এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতারকৃত আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় (মামলা নং-২৪, তাং-২৭/১২/২০১০ ইং ধারা সন্ত্রাসবিরোধী আইনে-২০০৯ (সংশোধনী/১৩) মামলা হয়েছিল।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। যার জিআর নং ৪৩৩/১৩। তারা উভয়ই ওই মামলার চার্জশিটভুক্ত পলাতক জেএমবি সদস্য। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিল। চার্জশিট হওয়ার পর থেকে তারা নিজের এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।
অ্যান্টি টেররিজম ইউনিটের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে। এরপর চট্টগ্রাম কোতয়ালী থানা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম।
সারাবাংলা/ইউজে/এমও