কুয়াকাটা: এক মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশে মারধরের মামলায় কারাগারে থাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে স্থানীয় সরকার ৩৪ (১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত শহিদুদ হক জানান, আমি বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালি ডকুমেন্ট এখনও হাতে পাইনি।