Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় বিদেশি হাঁসসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪১

যশোর: যশোর-মাগুরা সড়কের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৬টি বিদেশি হাঁস উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করা হয়। হাঁসগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- মাগুরার সদর উপজেলার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে রাজ্জাক হাসান ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জুম্মান খান শুক্রবার ভোরে খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড ৩৬ হাঁস উদ্ধার করেন। এসময় শেখ রাসেল, রাজ্জাক ও রুবেল হোসেনকে আটক করা হয়।

অবৈধ ভাবে রাজধানী ঢাকা থেকে হাঁসগুলি সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে সেগুলো যশোরে নিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছেন খাজুরা পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ।

সারাবাংলা/এমও

পাচারকারী বিদেশি হাঁস

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর