Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০২

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. আলেক মিয়া (৬৫)।

আলেক মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে। সুনামগঞ্জ পুলিশ সুপার মো.মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলেক মিয়া প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই থাকতেন তিনি। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে কোনো এক সময় তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পালাতক রয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত দ্বিতীয় স্ত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যেহেতু আলেক মিয়ার খুনের ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেহেতু ধারণা করা হচ্ছে খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে।

সারাবাংলা/এনএস

দ্বিতীয় স্ত্রী লাঠির আঘাত স্বামী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর