Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিয়ে সমালোচনা ভিত্তিহীন: রাশেদ খান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪২

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনা ভিত্তিহীন। আমি সৌভাগ্যবান যে সহজেই করোনা ভ্যাকসিন পেয়েছি।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বুথে করোনা ভ্যাকসিন নেন তিনি।

রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘আমি সৌভাগ্যবান যে সহজেই ভ্যাকসিন নিতে পেরেছি। করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনা ভিত্তিহীন। এখন পর্যন্ত ভালো অনুভব করছি। আমরা যেভাবে সাধারণ ফ্লুর নিউমেনিয়ার ভ্যাকসিন নেই, এই ভ্যাকসিনও একই ধরনের। আমাদের ছোটবেলায় কলেরার টিকা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এটি একেবারেই সাধারণ বিষয়। আমরা সবাই ভ্যাকসিন নিতে অভ্যস্ত।’

বাংলাদেশের মানুষ অনেক সাহসী এবং সচেতন উল্লেখ করে এই বাম নেতা বলেন, ‘যারা সমালোচনা করছে তারা কোন তথ্যের ভিত্তিতে সমালোচনা করছে? কিন্তু আমি সব তথ্যেই দেখেছি এটা নিরাপদ টিকা। বাংলাদেশে আমরা যখনই কিছু করি তখনই কে উনা কেউ এর বিপক্ষে কথা বলবেই। কাজেই আমি মনে করি এই ধরণের কথার কোনো ভিত্তি নাই। টিকা নিয়ে সমালোচনা পুরোপুরি ভিত্তিহীন।’

রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমি মনে করি সবাই এগিয়ে এসে টিকা নেওয়া উচিত। এখনও হাঙ্গেরির মতো দেশ টিকা পায়নি। ইউরোপের অনেক দেশ টিকা পায়নি। সেখানে আমরা পেয়েছি। আমাদের চিকিৎসকররা এবিষয়ে অভিজ্ঞ। টিকা নিতে মানুষকে এগিয়ে আসতে হবে। কোনো ভয়ের কারণ নেই।’

এদিকে, রোবার দুপুরে ঢাকা মেডিকেল করোনার ভ্যাকসিন নিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

ওয়ার্কার্স পার্টি করোনা ভ্যাকসিন রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর