Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিলের বাতিল হওয়া ৫ কেন্দ্রের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪০

ফাইল ছবি

ঢাকা: গত ১৯ ডিসেম্বরে বাতিল হওয়া বার কাউন্সিলের পাঁচ কেন্দ্রের লিখিত পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বাতিলকৃত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীগণকে স্ব স্ব প্রবেশ পত্র দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নতুন কোনো প্রবেশ পত্র ইস্যু করা হবে না এবং কোনো প্রকার নতুন ফি জমা দিতে হবে না।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইট (www.barcouncil.gov.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/কেআইএফ/এমআই

পরীক্ষা বার কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর