রাজধানীর ফরিদাবাদ থেকে ৮ কিশোর আটক
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৭
ঢাকা: রাজধানীর ফরিদাবাদএকতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৮ কিশোরকে আটক করেছে পুলিশ। গণ উপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদের আটক করা হয়।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ সব তথ্য নিশ্চিত করেন।
শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
এর আগে, হাতিরঝিল এলাকা থেকে প্রায় দেড় শতাধিক কিশোরকে আটক করা হয়।
সারাবাংলা/ইউজে/একে