Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে বাসে গাদাগাদি করে এসে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা!

সাজ্জাদ বাসার, কুবি করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৬

কুমিল্লা: সেশনজট কমাতে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছে। পরীক্ষার হলগুলোতে সামাজিক দূরত্ব মানা হলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বাসগুলোতে। গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে পরীক্ষার্থীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে পরীক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের তিনটি নীল বাস চালু করা হয়েছিল। শুরুর দিকে খুব বেশি ভিড় না হলেও বর্তমানে বিভিন্ন ব্যাচের পরীক্ষা শুরু হওয়ায় ভিড় বেশি হচ্ছে, এমনকি বাসে ঠিকমতো দাঁড়ানোর জায়গা থাকে না। শিক্ষার্থীদের দাবি তিনটি বাস এখন কোনোভাবেই পর্যাপ্ত নয়। বাস বাড়ানোটা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নিয়মিত বাসে যাতায়াতকারী মাহমুদুল হাসান বলেন, ‘পরীক্ষার কারণে এ করোনার ভেতর বাধ্য হয়ে বাসগুলোতে যাতায়াত করতে হচ্ছে। পরীক্ষার হলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দিচ্ছি, কিন্তু বাসে যদি গাদাগাদি করে আসতে হয় তাহলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দেয়ায় কী লাভ হলো?’

এ ব্যাপারে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘পরীক্ষার্থী বেড়েছে তাই ৮ই ফেব্রুয়ারী (সোমবার) থেকে আরো ২টি বাস চালু করা হয়েছে। এখন মোট বাস চলছে ৫ টি। এরপরও যদি বাসে ভিড় দেখা যায় তবে প্রয়োজনে আরো বাস বৃদ্ধি করা হবে।’

সারাবাংলা/একে

কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর