Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ‘হাল্ট প্রাইজ’র আন্তর্জাতিক আসর

চবি করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০২

চট্টগ্রাম ব্যুরো: জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন ‘হাল্ট প্রাইজ’র বিজনেস প্রতিযোগিতার রিজিওনাল সামিট হচ্ছে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বাংলাদেশে এই প্রতিযোগিতার দুটি ভেন্যুর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে চবি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের গ্লোবাল ম্যানেজার হামদি বেন এলমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমকে এই তথ্য নিশ্চিত করেন। আসরে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাউন্ডের বিজয়ী টিমগুলো অংশ নেবে।

বিজ্ঞাপন

এই বিষয়ে হাল্ট প্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, ‘এবারই প্রথম আমাদের ক্যাম্পাসে এই আয়োজনটা হচ্ছে। আশা করছি প্রতিবছরই দেশি-বিদেশি টিমগুলোর সমন্বয়ে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হবে চট্টগ্রামে।’

২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসে রাউন্ড হলেও এবারই প্রথম রিজিওনাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চবিতে এবার এই প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডে প্রায় তিন শতাধিক টিম রেজিস্ট্রেশন করেছে। ফলে গ্লোবাল র‍্যংকিংয়ে ২য় অবস্থানে উঠে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ বিশ্বের ১২১টিরও বেশি দেশের ২০০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রতিবছর এ বিজনেস আইডিয়ার প্রতিযোগীদের থেকে সেরা সামাজিক ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/পিটিএম

আসর চবি হাল্ট প্রাইজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর