সারাবাংলা’র সংবাদে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
৯ ফেব্রুয়ারি ২০২১ ১১:০৭
বরিশাল : ‘খালের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ’ শিরোনামে গত ৪ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট’এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। গুড়িয়ে দেওয়া হয়েছে খালের মধ্যে থাকা অবৈধ স্থাপনা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় গৌরনদী থানার এসআই আব্দুল হক, সার্ভেয়ার মো. শাহজাদা মিয়াসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ‘খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
প্রসঙ্গত, নিয়ম-নীতির তোয়াক্কা না করে বার্থী বাজারের পূর্ব পার্শ্বে খালের মধ্যে ১৫টি পাকা দোকানঘর নির্মাণ শুরু করেছিলেন স্থানীয় প্রভাবশালী মোফাজ্জেল হোসেন মোল্লা। এতে চলতি বোরো মৌসুমে খালে পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
আরও পড়ুন: খালের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ
সারাবাংলা/এনএস