Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৭

ফাইল ছবি

বগুড়া: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জিটিভির ক্যামেরাপারসন রাজু আহম্মেদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন। সেইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবিও জানানো হয়েছে।

বগুড়া প্রেক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জে এম রউফ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোটরমালিক সমিতির বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনার খবর পেয়ে সেখানে যান রাজু আহম্মেদ। এসময় ওই এলাকায় আধিপত্য বিস্তার করে থাকা একদল চিহ্নিত সন্ত্রাসী তার ওপরে হামলা করে। তাকে বেদম মারপিট করা হয়। এছাড়া তার ব্যবহৃত ক্যামেরাটি ভাংচুর করা হয়। পরে আহত রাজুকে তার সহকর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঈ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করা হয়।

সারাবাংলা /এসএসএ

বগুড়া সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর