Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় অপহরণের ৬ দিন পর যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৮

পটুয়াখালী: কুয়াকাটার মহিপুরে রায়হান (২২) নামে এক যুবককে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার ৬ দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর সুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোবাহানের একটি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা ।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে ইতোমধ্যে দুইজনকে মদ তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে এক লাখ টাকা ও একটি মটোরসাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় গত রোববার রাতে রায়হানের পিতা আবুল কাশেম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও চার জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে সোমবার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- রায়হানকে অপহরণ করে নির্যাতন, গ্রেফতার ২

সারাবাংলা/এসএসএ

অপহরণ উদ্ধার কুয়াকাটা যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর