Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলজাজিরায় প্রচারিত অপকর্ম ধামাচাপা দিতেই জিয়ার খেতাব বাতিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৭

চট্টগ্রাম ব্যুরো: আলজাজিরা টেলিভিশনে প্রচারিত ‘সরকারের অপকর্ম’ ধামাচাপা দিতেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

শাহাদাত বলেন, ‘জিয়াউর রহমানকে ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য শেখ মুজিবুর রহমানের সরকার বীরউত্তম খেতাব দিয়েছিলেন। এই খেতাব বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা নিকৃষ্টতম সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আল জাজিরার প্রতিবেদনে সরকারের অপকর্ম ও দুর্নীতি ফাঁস হওয়ার চিত্র ধামাচাপা দিতেই মূলত শহীদ জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘শহীদ জিয়া যে স্বাধীনতার ঘোষণা করেছিল সেটা আওয়ামী লীগও স্বীকার করে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর যারা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তারা মূলত স্বাধীনতাকে অস্বীকার করছে। জিয়াউর রহমানের খেতাব সরকার বাতিল করুক বা যা-ই করুক, তিনি এদেশের মানুষের বুকের মধ্যে আছেন। জিয়ার স্বীকৃতি নিয়ে কোন হঠকারি সিদ্ধান্ত নিলে চট্টগ্রামের মাটি থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে আরও প্রতিহিংসাপরায়ণ করবে। সরকারের এই সিদ্ধান্ত বিরোধীমত দমন করে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র।’

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দর মির্জা, আব্দুল মান্নান, সদস্য এরশাদ উল্লাহ, সামশুল আলম, জয়নাল আবেদিন জিয়া, মো. আলী, মফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান।

সারাবাংলা/আরডি/এসএসএ 

চট্টগ্রাম প্রতিবাদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর