অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৩
১১ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৩
বরিশাল: কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান চলানো হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর জানান, কোস্টগার্ড ও জেলা পুলিশ সদস্যদের নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৬ জনকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সারাবাংলা/এসএসএ