Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদীর কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ ১৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:০২

ঢাকা: কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের মামলার সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এদিন মামলাটির বিচার প্রক্রিয়া হাইকোর্টে চলমান থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন সাঈদীর পক্ষের আইনজীবীরা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য এ তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টার দিকে সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সাঈদী একমাত্র আসামি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সারাবাংলা/এআই/এসএসএ

কর ফাঁকি মামলা সাঈদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর