Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সফোর্ডের ভ্যাকসিন বিক্রি করে দিচ্ছে দ. আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৭

দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার পর এবার তাদের হাতে থাকা কয়েক লাখ ডোজ ভ্যাকসিন বিনিময় বা বিক্রি করে দিতে চাইছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

এর আগে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন একটি ধরনের বিরুদ্ধে অক্সেফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিন সামান্যই কার্যকর, গবেষণায় এমন ফল আসার পর কিছুদিন আগেই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি স্থগিত করেছিল সরকার।

বিজ্ঞাপন

এখন দেশটি ওই ভ্যাকসিনগুলো বিনিময় কিংবা বিক্রি করে দিয়ে এর পরিবর্তে বিকল্প হিসাবে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বিবিসি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সামনের সপ্তাহে কোনো এক সময় প্রায়োগিক গবেষণা হিসেবে স্বাস্থ্যকর্মীদেরকে ওই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

তাছাড়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি কিংবা অন্য কারও সঙ্গে বিনিময় করার প্রক্রিয়া শুরুর আগে বিজ্ঞানীদের পরামর্শের জন্য অপেক্ষা করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এরই মধ্যে কয়েকটি দেশ তাদের সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হবে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা আরও বিস্তারিত আলোচনা করবেন। তাদের পরামর্শের ওপরই সবকিছু নির্ভর করছে। ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার আগেই সেগুলো বিনিময় করা হবে।

সংবাদ সম্মেলনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় ১৫ লাখের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৪৭ হাজার মানুষ। আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশগুলোর তুলনায় যা অনেক বেশি।

সারাবাংলা/একেএম

অক্সফোর্ড অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিড-১৯ দক্ষিণ আফ্রিকা নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর