Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ভ্যাকসিন কর্মসূচি প্রশংসার দাবিদার: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৩

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বিশ্বের অনেক দেশ টিকা পেতে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশ সহজে আর সুন্দর করে জনসাধারণকে টিকা দিচ্ছে, এই ভ্যাকসিন কর্মসূচি প্রশংসার দাবিদার।

বৃহস্প‌তিবার (১১ ফেব্রুয়ারি) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য ব‌লেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। একটি চক্র টিকা নেওয়ার বিরুদ্ধে অপপ্রচার করছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না। সবাই টিকা গ্রহণ করবেন।’

উল্লেখ্য, গত রোববার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে রূপগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন ক‌রেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর