Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ২৩ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৮

দেশের ২৩ হাজার ৩১৪ ও ৫৫ বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যে কোনো অপরাধে সাজাপ্রাপ্ত এই বন্দিদের ক্ষমার অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই। তবে পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তারা এই নির্দেশের বাইরে রয়েছেন।

পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর এবং ৪০ বছর এর চেয়ে কম সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সুকিকে গ্রেফতারের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর