Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব পালনের পরও ঝুঁকি ভাতা পাননি কুবির অ্যাম্বুলেন্স চালক

কুবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩০

কুমিল্লা: মধ্যরাতে এক বন্ধুর বুক ব্যথা শুরু হয়। শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তাকে ফোন দিলাম অ্যাম্বুলেন্সের জন্য। উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করে দ্রুত আসতে বললেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম এক ব্যক্তি সাইকেল চালিয়ে দ্রুত গতিতে আসতেছে, এসেই অ্যাম্বুলেন্স চালু করলেন।

তখন রাত ১টা ৩০ মিনিট। তিনি হয়তো নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম বাদ দিয়ে দৌড়ে এসেছেন রোগীকে হাসপাতালে নিতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আ্যম্বুলেন্সের ড্রাইবার মো. রাজু হাওলাদারের কথা বলছিলাম। দিন-রাত যখনই ফোন আসে ছুটে যান তিনি। এই করোনার মাঝে বিভিন্ন ড্রাইভার ও কর্মচারীরা যখন ছুটিতে তখনও জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছেন তিনি। এরপর ঝুঁকি ভাতার জন্য রেজিস্ট্রার বরাবর আবেদন করলেও ঝুঁকি ভাতার এক টাকাও পাননি তিনি।

বিজ্ঞাপন

তার মতো আরও চার-পাঁচজন ড্রাইভার করোনাকালীন সময়ে সেবা দিয়েছেন। কিন্তু ঝুঁকি ভাতা থেকে বঞ্চিত হয়েছেন সবাই। জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েও ঝুঁকি ভাতা না পাওয়ায় দুঃখ প্রকাশ করছেন তারা।

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে রাজু হাওলাদারকে আ্যম্বুলেন্স নিয়ে ছুটতে হয়েছে বিভিন্ন হাসপাতালে। দিন-রাত যখনই কেউ অসুস্থ হয়েছে তখনই ছুটে যান তিনি। অ্যাম্বুলেন্সের জন্য বিকল্প কোনো ড্রাইভার না থাকায় সবসময় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন তিনি।

ঝুঁকি ভাতা না পাওয়ায় দুঃখ প্রকাশ করে ড্রাইবার রাজু হাওলাদার বলেন, আমি এ ব্যাপারে আশাবাদী ছিলাম এবং আবেদনও করেছিলাম। কিন্তু ইউজিসি থেকে যা বরাদ্দ এসেছিল তা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের দিয়ে দেওয়ার পর আর পাইনি। আর বিশ্ববিদ্যালয় থেকেও কোন উদ্যোগের খবর জানি না।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এ ব্যাপারটা এফসিতে (ফিন্যান্সিয়াল কমিটি) উঠিয়েছিলাম কিন্তু সেটা পাস হয়নি। এটা শুধু ফ্রন্টলাইনারদের দেওয়া হয়েছে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে দিয়েছে, সেটা তো আমাদের নেই।’

সারাবাংলা/এনএস

আ্যম্বুলেন্স ড্রাইবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঝুঁকি ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর