নারীরা এগিয়ে চলছে, চলবে: বস্ত্র ও পাটমন্ত্রী
১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৪
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, একবিংশ শতাব্দীতে নারী শুধু বধূ, মা, কন্যা নয়; পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীও অংশীদার— পুরুষের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। নারীর অগ্রযাত্রা সহজ করতে সরকারের অনেক উদ্যোগ, নীতিমালা আইনকানুন আছে। নারীরা এগিয়ে চলছে, চলবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাবে পূর্বাচল লেডিস ক্লাবের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ও তিন দিনব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নারীরা খুব কর্মঠ, মেধাবী ও সাহসী। এ দেশের নারীরা কর্মগুণে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নারীদের যত বেশি কর্মে নিয়োজিত করা হবে, ততই দেশের উন্নতি ত্বরান্বিত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘নারীকে প্রমাণ করতে হবে, নারী পারে, নারী পেরেছে এবং আগামীতেও নারী পারবে। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়েই নারীকে সামনে চলার সিঁড়ি রচনা করতে হবে। আর এর জন্য নারীর দরকার, কেবল দৃঢ়তা আর যোগ্যতা। পাশাপাশি সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই নারীকে তার যোগ্য সম্মান দিতে পারে। একটি সুন্দর, শান্তিময়, সমৃদ্ধ দেশ গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীরা এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
পূর্বাচল লেডিস ক্লাবের সভাপতি সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিনা খাতুন, ম্যাক ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, পিঠা উৎসব কমিটির আহ্বায়ক রুকসানা কবির কাকলীসহ অনেকে।
উদ্বোধন ও আলোচনার পর মেলার স্টলগুলো ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
সারাবাংলা/এমও