Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টে আওয়ামী প্যানেলে সভাপতি পদে খসরু, সম্পাদক আলিম

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৯

ঢাকা: আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে আব্দুল আলিম মিয়া জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়।

পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়নের সভাপতিত্বে এ মনোনয়ন সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডের সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপসসহ সমিতির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী সমিতি টপ নিউজ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর