Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিন নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৫

সংসদ সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন নিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এবং একই মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা এই ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়ার পর দু’জনেই জানিয়েছেন, তারা ভালো বোধ করছেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

সংসদ সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন নিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ

ভ্যাকসিন নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

এসময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান  এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

ভ্যাকসিন প্রয়োগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ

বিজ্ঞাপন

জয়ার ছবি ইফি উৎসবে
২০ নভেম্বর ২০২৪ ১৯:০৫

আরো

সম্পর্কিত খবর