Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৯

ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে ২০ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ জুন। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বিভিন্ন ইউনিটের পরীক্ষা মিলিয়ে এই ভর্তিযুদ্ধ শেষ হবে ১০ জুলাই।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০টি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে জুনের শেষ দুই শনিবার এবং জুলাইয়ের প্রথম দুই শনিবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে জুলাই মাসে হবে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটের পরীক্ষাগুলো।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২১, ২২, ২৭ ও ২৮ জুন। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৯ মে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা ১০ জুন এবং রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন।

এছাড়া গুচ্ছভুক্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন পরীক্ষা আয়োজন করা হবে।

সভা থেকে জানানো হয়, সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষার কেন্দ্র স্থাপন করবে।

সারাবাংলা/টিএস/টিআর

বিশ্ববিদ্যালয় পরিষদ ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর