Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:২৫

নারায়ণগঞ্জ: বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাদেক মিয়া নামে এক অটোরিকশা চালক খুন হ‌য়ে‌ছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুড়িয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাদেক মিয়া তিনগাঁও এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে নির্জন স্থানে এসে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

অটোরিকশা চালক খুন ছিনতাইকারী নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর